প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর লঞ্চঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। ৪ এপ্রিল সোমবার রাত সাড়ে ১০টায় লঞ্চঘাটের ৩নং টার্মিনাল থেকে বাক্সভর্তি অবস্থায় উক্ত গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা ববহনকারী যুবককে আটক করেন নৌ থানার এসআই বাবুল বালা। আটক যুবক হচ্ছে কুমিল্লার বুরিচং উপজেলার উত্তর গ্রাম এলাকার মোঃ সাইফুল ইসলাম। গাঁজাগুলো সে কুমিল্লা থেকে এনে লঞ্চযোগে বরিশাল নিয়ে যাওয়ার জন্যে চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান করছিলো।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি উপহারের বক্স থেকে গাঁজা উদ্ধার করি। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫৮ হাজার টাকা। গাঁজাবহনকারী যুবককেও আটক করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।