প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০
কচুয়ায় মোবাইল কোর্টে ২ হাসপাতালকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ৫ এপ্রিল বিকেলে উপজেলার সাচার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন। এ সময় তিনি নিয়মণ্ডনীতি প্রতিপালন না করায় ভোক্তা অধিকার আইন-২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় পৃথক দুটি মামলায় সাচার ডায়মন্ড হাসপাতাল ও ল্যাব এবং সাচার সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৭ হাজার টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস। জনস্বার্থে উপজেলার সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেন।