রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০

নারীদের পাশ কাটিয়ে উন্নয়ন মোটেও সম্ভব নয়
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেছেন, নারীদের পাশ কাটিয়ে উন্নয়ন মোটেও সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং নারীদের ক্ষমতায়নের বিষয়ে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। তাই নারীদের এখন আর ঘরে বসে থাকার সময় নেই।

৫ এপ্রিল মঙ্গলবার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর উপজেলা তথ্যকেন্দ্রের ত্রৈমাসিক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের সমাজে নারীরা অনেক শক্তিশালী। দেশে সব জায়গায় নারীরা নেতৃত্বে আসছে। তাই নারীদের অবহেলা করার আর কোনো সুযোগ নেই।

উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের ও উপজেলা তথ্যসেবা অফিসার তাসলিমা আক্তারের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, চাঁদপুর জেলা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টুসহ তথ্যকেন্দ্রের কয়েকজন সদস্য।

সভায় উপস্থিত ছিলেন ত্রৈমাসিক সভা সংক্রান্ত কমিটির সদস্যগণ ও মীনা দলের সদস্যবৃন্দ এবং তথ্যকেন্দ্রের সদস্যগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়