প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন ইউএনও গাজী শরিফুল হাসান। ৫ এপ্রিল বুধবার সকাল থেকে তিনি উপজেলার ফরাজীকান্দি ওয়াইসীয়া কামিল মাদ্রাসা, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়ে পাঁচানী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা ও সাড়ে পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ফরাজীকান্দি ওয়াইসীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সোলাইমান ফকিহ, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বাতেন প্রধান, সাড়ে পাঁচআনি হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা রেবায়েত উল্লাহসহ বিভিন্ন শিক্ষকগণের সাথে তিনি কথা বলেন।
তিনি বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কৌশল সরেজমিনে দাঁড়িয়ে অবলোকন করেন।
তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের গৃহীত চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন। ফরাজিকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসার নির্মাণাধীন ভবন, সাড়ে পাঁচানী হোসাইনী ফাজিল মাদ্রাসার বঙ্গবন্ধু কর্নার এবং মাদ্রাসা চত্বরে নবনির্মিত শহিদ মিনার ঘুরে দেখেন।