প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
গতকাল ৪ এপ্রিল চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আগের দিন ১ রমজান (৩ এপ্রিল) সদর উপজেলার চৌরাস্তা বাজার ও ঢালীরঘাট বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। ওইদিন ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার লঙ্ঘনের কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।