প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলায় প্রশিক্ষিত ২৩ নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। ৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের এই ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।
এ সময় ২৩ জন প্রশিক্ষিত দুস্থ কর্মক্ষম নারীর মাঝে জনপ্রতি ১৫ হাজার টাকার চেক ক্ষুদ্রঋণ হিসেবে প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার জানান, এ পর্যন্ত প্রশিক্ষিত ৩৯০ জন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ হিসেবে ৩৭ লাখ ৪৫ হাজার দেয়া হয়েছে। এই ঋণ আদায়ের হার ৯০ ভাগ।