প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
হাজীগঞ্জে প্রয়াত ২ সাংবাদিক আবু তাহের মিসবাহ ও জাকির হোসেন লিটনের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল শনিবার সকালে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে প্রয়াত এই দুই সাংবাদিকের স্ব স্ব পারিবারিক কবরস্থান জিয়ারত ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিলওয়াই দারুল হিকমাহ্ মাদরাসার মোহতামিম মুফতি সানা উল্যাহ্। এ সময় হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।
সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ছিদ্দিক আকবর শাহজাহান, মাওলানা এহতেশাম, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয় প্রমুখ।
এছাড়াও দোয়া অনুষ্ঠানে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্য এবং দুই সংগঠনের সকল সদস্যদের পরিবারের প্রয়াত ও নিকট আত্মীয়-স্বজনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।