প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) বিএবিএসএস প্রোগ্রামের ২১ ব্যাচের ১ম সেমিস্টারের এবং এইচএসসি প্রোগ্রামের ২১ ব্যাচের ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে শিক্ষার্থীদের এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। তিনি তাঁর বক্তব্যে শিক্ষাথীদেরকে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতি সম্পর্কে এবং বাউবির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি আরো বলেন, বিএবিএসএস প্রোগ্রামের ২০২২ ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিতি ছিলেন।