প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামে ফকির আফসার উদ্দীন মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ষিক ওয়াজ ও তরিকায়ে মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল শুক্রবার নলুয়া উত্তর পাড়া মাজার সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মাজার পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আঃ মোতালেবের সভাপতিত্বে এবং উত্তর নলুয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলাউদ্দীন আল আবেদীর পরিচালনায় বক্তব্য রাখেন কড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, সাবেক ইউপি সদস্য ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ জহিরুল আলম, আওয়ামী লীগ নেতা বাচ্চু প্রধানীয়া, যুবলীগ নেতা মুরাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজী প্রমুখ।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের খাদেম আবুল হাসানাত চিশতী।
আলোচনা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার। দোয়া ও মোনাজাত শেষে মাহফিলে ইসলামী সংগীত পরিবেশিত হয়।