প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে ‘উজ্জ্বল পথ’ সামাজিক ও মানবিক সংগঠনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় নি¤œবিত্ত পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নিম্নবিত্ত পরিবারগুলো যেনো রমজানে কষ্ট পোহাতে না হয় সে লক্ষ্যে ২ এপ্রিল শনিবার সারাদিন ১৫নং রূপসা ইউনিয়নের কবি রূপসা, দক্ষিণ দোনা, পাইকপাড়া, বালিচাটিয়া, রূপসা, পশ্চিম রূপসা, বিষুরবন্ধ, জামালপুর, বদরপুর ও রামদাসেরবাগ অঞ্চলের ৭০টি দুঃস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী ভর্তি ব্যাগ দিয়ে আসেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। বিতরণকৃত ইফতার সামগ্রীর প্রতিটি ব্যাগে ছিলো- দুই কেজি ছোলা, এক কেজি খেজুর, দুই কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল, এক কেজি খেসারির ডাল, এক প্যাকেট লবণ, দুই কেজি পেঁয়াজ, পাঁচশ’ গ্রাম গুঁড়ো দুধ ও দুই প্যাকেট লাচ্ছা সেমাই।
সংগঠনটির একজন পরিচালক জানান, ওই ইউনিয়নটির আর্থিক অসচ্ছল মানুষগুলো প্রথম রমজান থেকেই যেন সারাদিন রোজা রাখার পর পরিতৃপ্তি নিয়ে ইফতার করতে পারে সে লক্ষ্যে টানা চতুর্থবারের মতো ইফতার সামগ্রী বিতরণ করেছি।
সংগঠন সূত্রে জানা যায়, ‘সবাই মিলে করবো কাজ, গড়বো মোরা দারিদ্র্যমুক্ত সমাজ’-এমন স্লোগানকে অন্তরে ধারণ করে ২০১৯ সালে কয়েকজন প্রবাসী ও স্থানীয় যুবক মিলে প্রতিষ্ঠা করা সংগঠনটির পক্ষ থেকে কখনো অসচ্ছল পরিবারকে ঘর নির্মাণের জন্যে প্রয়োজনমত টিন, কখনো অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তার জন্য অর্থ প্রদান, কখনো স্কুল ও মসজিদ নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী প্রদান এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ৩৮ জন স্বেচ্ছাসেবী সংগঠনটির এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।