রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ০০:০০

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্র হিযবুল্লাহর মিছিল
স্টাফ রিপোর্টার ॥

আহলান সাহলান-হে মাহে রমজান, রমজানের পবিত্রতা-রক্ষা করো করতে হবে, দিনের বেলা পানাহার-বন্ধ করো মুসলমান, নারায়ে তাকবীর-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত- মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল চাঁদপুরের রাজপথ। ২ এপ্রিল শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়্যারলেস মুন্সিবাড়ি সংলগ্ন ছারছীনা শরীফের পীর ছাহেবের খানকায়ে ছালিহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওঃ মজিবুর রহমান গাজী, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মাসুম বিল্লাহ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদ, চাঁদপুর সরকারি কলেজ শাখার যুগ্ম সম্পাদক আব্দুল কাদের সবুজ প্রমুখ।

ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের শহর শাখার সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ মোঃ ইব্রাহীম খলিল। উপস্থিত ছিলেন জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, ছাত্র হিযবুল্লাহর চাঁদপুর সদর উপজেলার সাবেক সভাপতি মুফতি আবু বকর বিন ফারুক, ছাত্র নেতা মাওঃ মোঃ জাহিদুল ইসলাম সালেহী, মাওঃ মোঃ মারুফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়