প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ও ৩নং সুবিদপুর ইউনিয়নে ভিজিএফের চালসহ প্রধানমন্ত্রীর দেয়া বিভিন্ন সহায়তা অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে দিনভর ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটোয়ারী ৫নং গুপ্টি ও মাওলানা মোঃ শরাফত উল্লাহ ৩নং সুবিদপুর ইউনিয়নে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা গরীব অসহায়দের মধ্যে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় মাস্কও বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সদস্য, ইউপি সচিব ও স্থানীয় নেতৃবৃন্দ।
চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটোয়ারী ও মাওলানা মোঃ শরাফত উল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনার ভয়াবহতা দেখে গরীব অসহায়দের জন্য ভিজিএফের চালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। অসহায় গরীবরা যেন সেসব জিনিস সঠিকভাবে নিতে পারেন, তাই আমরা উপস্থিত থেকে বিতরণ করছি। কেউ লাজ-লজ্জার কারণে সরাসরি ত্রাণ সামগ্রী নিতে না এসে গোপনীয়ভাবে আমাদের সাথে যোগাযোগ করলে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।