বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুর স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও মোম প্রজ্জলন
বাদল মজুমদার ॥

অগ্নিঝরা মার্চ মাসের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মোম প্রজ্জ্বল করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক স্তম্ভে চাঁদপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে ৫১টি মোম প্রজ্জলন করে নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন ও উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ খোরশেদ আলম শাওন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু সায়েম, মোঃ জাকির হোসেন, ইফতেখার হারুন, মোঃ হোসেন বাতাস, শুভাশীষ ঘোষ শ্রীগুরু, জুয়েল কান্ত নন্দু, তাপস, শিপন, সজীব, ইয়াছিন, খলিলসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়