প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০
জেলা প্রশাসকের নির্দেশনা এবং চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় ইউপি চেয়ারম্যানদের তৎপর থাকতে বলা হয়। তাই জাটকা রক্ষার অভিযান চলাকালে জেলেরা যেনো নৌকা নিয়ে পালাতে না পারে সেজন্যে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের আখনের হাট দক্ষিণ পাশের মেঘনা নদীর সংযোগ খালের মুখ বাঁশ ও খুঁটি দিয়ে বেড়া নির্মাণ করে বন্ধ করে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী। গতকাল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহযোগিতায় তিনি খালের মুখটি বন্ধ করে দেন। এভাবে অন্যান্য চেয়ারম্যান জাটকারক্ষা কর্মসূচি সফল করতে এ ধরনের উদ্যোগ নিতে পারেন বলে মনে করেন সচেতন মহল। ছবি : চাঁদপুর কণ্ঠ।