বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
সোহাঈদ খান জিয়া ॥

গত দু মাসে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ইয়াবা, গাঁজাসহ মাদক সেবনকারী ও ব্যবসায়ী আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আর উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা বিজ্ঞ আদালতের মালখানায় জমা করা হয়েছে।

জানুয়ারি মাসে ১২০টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৩৮ পিচ ইয়াবা ২ কেজি ৩শ’ ৪৫ গ্রাম গাঁজাসহ ১৪ জনকে আটক এবং ১৪টি মামলা দায়ের করা হয়।

ফেব্রুয়ারি মাসে ১২৪টি অভিযানে ৭৯২ পিচ ইয়াবা, ১ কেজি ১শ’ ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার, ১৫টি মামলায় ১৬ জনকে আটক করা হয়েছে।

জানুয়ারি ও ফেব্রুয়ারি ২ মাসে মোট ২৪৪ টি অভিযান করে ৩০ জনকে আটক করা হয় এবং ২৯টি মামলা দায়ের করা হয়। এ দু মাসে ইয়াবা ১৩৩০ পিচ, গাঁজা ৩ কেজি ৫শ’ ৩০ গ্রাম উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৬ হাজার ২শ’ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদকের বিরুদ্ধে চাঁদপুরে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবনকারী ও অবৈধ ব্যবসায়ী সে যে কেউ হোক তাকে আইনের আওতায় আনা হবে। বিভিন্ন সময়ে জেলা প্রশাসনের নেতৃত্বে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। তদুপরি আইন প্রয়োগের পাশাপাশি মাদকের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়