বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০

মাসুদ রানা ও তার পরিবারের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥

এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ চাঁদপুর ইউনিটির সদস্য মোঃ মাসুদ রানা ও তার পরিবারের ওপর ন্যাক্কারজনক হামলার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ চাঁদপুর ইউনিটের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচি পালনকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আসলে অংশগ্রহণকারীরা তাঁর কাছে হামলার বিবরণ তুলে ধরেন এবং বিচারের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা মোঃ মাসুদ রানা ও তার পরিবারের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিটি ২০০৬ ও ২০০৮-এর সদস্য অ্যাডঃ মুসলিম মিয়াজী, আফম ইলিয়াছ, এসএম সোহেল, মোঃ শিপন, কাজি রুবেল, মোঃ রাজন গাজী রাজু, মোঃ জসিম উদ্দিন রনি, মোঃ মোরশেদ তালুকদার, মোঃ ইসমাইল হোসাইন, মোঃ সজীব পাটোয়ারী, মোঃ মিশকাত শরীফ, মোঃ মিলন মোল্লা, মোঃ নূরে আলম রনি, মোঃ পাবেল পাটোয়ারী, মোঃ বাবু আনোয়ার, মোঃ ফারুক আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের যমুনা রোডে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ অতর্কিতভাবে হামলা চালিয়ে মোঃ মাসুদ রানা ও বৃদ্ধ বাবাসহ একই পরিবারের ৪ জনকে আহত করে। হামলাকারীরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়