প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সোমবার শেষ হয়েছে। চাঁদপুর আউটার স্টেডিয়ামে তিনদিনব্যাপী এ খেলায় মৈশাদীতে অবস্থিত বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির খেলোয়াড়রা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। উপজেলায় অংশগ্রহণ করা সকল স্কুল-মাদ্রাসার মধ্যে উক্ত একাডেমির খেলোয়াড়রা একক ও দ্বৈত খেলায় ব্যাপক নৈপুণ্য অর্জন করে। দলগত একক ও দ্বৈত খেলায় ১২টি ইভেন্টের মধ্যে একক হিসেবে ৭টি খেলায় একাডেমির শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করেছে। এছাড়াও ব্যক্তিগত অ্যাথলেটিক্সে ১৯টি পুরস্কার অর্জন করে। একক ও দ্বৈত খেলাগুলোর মধ্যে রয়েছে ভলিবল বালক, বাস্কেটবল বালক, বাস্কেটবল বালিকা, টেবিল টেনিস একক বালক, টেবিল টেনিস দ্বৈত বালক, টেবিল টেনিস একক বালিকা ও টেবিল টেনিস দ্বৈতে বালিকা। এছাড়াও উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দৌড়সহ অপর খেলায় ১৯টি পুরস্কার অর্জন করেছে।
একাডেমির খেলোয়াড়দের এই বিশাল গৌরবে অভিনন্দন জানিয়েছেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সচিব মোঃ মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক। তিনি বলেন, আমি আশাবাদী এই একাডেমির শিক্ষার্থীরা শিক্ষা, খেলাধুলা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ে জেলার গৌরব বৃদ্ধি করবে। তিনি একাডেমির অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদেরকে এই গৌরব অর্জনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।