প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০
ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জানা যায়, চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডের গ্যাস অফিস সংলগ্ন মাদ্রাসাতুল দারুল মা'আরাবিয়ায় একটি ঘটনার অভিযোগে মাদ্রাসার পরিচালক ও ইসলামী আন্দোলন চাঁদপুর পৌর শাখার সভাপতি মুফতি আবু নঈম তানভীরকে আটক করা হয়।
অধীনস্থ ইউনিটের দায়িত্বশীল নেতাকে আটকের খবর শুনে তাৎক্ষণিক জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন থানায় খোঁজ নিতে আসেন। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে দেখা করতে গিয়ে তাকে না পেয়ে বিষয়টি নিয়ে মডেল থানা পুলিশের এসআই কুদ্দুছের সাথে কথা বলেন।
কথার এক পর্যায়ে এসআই কুদ্দুস বলেন, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি পালনকালে পুলিশের সাথে আপনি (জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন) অসৌজন্যমূলক আচরণের কারণে আপনাকে আটক করা হলো।
তাৎক্ষণিকভাবে বিষয়টি দলের নেতা-কর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে নেতা-কর্মীরা থানায় ভিড় করেন। এক পর্যায়ে পুলিশ প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে সমঝোতার পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানানো হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।