প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০
গত সোমবার বিকেলে বিদেশগামী কর্মীদের মাঝে চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)-এর সনদপত্র বিতরণ করা হয়েছে। ইনস্টিটিউটের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইন্সট্রাক্টর রবিন মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ ড. প্রকৌশলী ড. সাকাওয়াৎ আলী।
সনদপত্র গ্রহণকারীদের মধ্যে রয়েছে সৌদি আরবগামী ২ হাজার ৬শ’ ১৬ জন, ওমানগামী ৪শ’ ৪ জন, কাতারগামী ৪৫ জন, সিঙ্গাপুরগামী ২০ জন, কুয়েতগামী ৪৬ জন, ইউএইগামী ৩শ’ ৪ জন, জর্ডানগামী ১ জন, মরিশাসগামী ৭ জন, রোমানিয়াগামী ৭ জন ও কম্বোডিয়াগামী ২ জন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ৩ হাজার ৪শ’ ৫২ জনকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।