বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০০:০০

বিধবা পরিচয়ে দ্বিতীয় বিয়ে ॥ স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পুনরায় প্রথম স্বামীর ঘরে!
হাজীগঞ্জ ব্যুরো ॥

হাজীগঞ্জে মরিয়াম (২৬) (ছদ্মনাম) নামে এক নারী নিজেকে স্বামী মারা গেছে বলে আমির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে করেই ক্ষান্ত হয়নি এ নারী। দ্বিতীয় স্বামীর নগদ ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে এসে প্রথম স্বামীর সাথে ঘর করছেন, এমন অভিযোগ আমির হোসেনের। ঐ নারী হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মুকবুল হোসেনের মেয়ে। আমির হোসেন কুমিল্লা জেলার বরুড়া থানার পূর্ব পদুয়া গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

আমির হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, পূর্ব পরিচয়ে গত ৩০ ডিসেম্বর নোটারী পাবলিকের কার্যালয় কুমিল্লায় ১ লাখ টাকা দেনমোহরানায় ঐ নারীকে কাবিনের মাধ্যমে বিয়ে করেন। এরপর থেকে তারা কুমিল্লার সদর দক্ষিণ থানার বাঘমারা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে আসছেন। গত ১৫ ফেব্রুয়ারি সকালে কাউকে কিছু না বলে এই নারী নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে হাজীগঞ্জে চলে আসে।

তিনি আরো বলেন, বিয়ের আগে ও পরে তার স্ত্রী মরিয়ম নিজেকে বিধবা বলে পরিচয় দিয়েছে। কিন্তু সে আমার বাসা থেকে চলে আসার পর জানতে পারি আফসার উদ্দিন নামে তার আগের (প্রথম) স্বামী ও সন্তান রয়েছে। এমনকি সে তার প্রথম স্বামীর কাছে এখন রয়েছে। আমির হোসেন অভিযোগ করে বলেন, সরলতার সুযোগ নিয়ে সে মিথ্যা বলে আমাকে বিয়ে করে। এখন আমার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রথম স্বামীর কাছে চলে এসেছে। এতে আমি ক্ষতিগ্রস্ত।

এ ঘটনায় আমির হোসেন সুবিচার চেয়ে কুমিল্লা আদালতে মামলা করেছেন বলেও জানান।

এদিকে ওই নারীর বাবা মুকবুল হোসেন মিন্টু বলেন, আমার মেয়ে তাকে (আমির হোসেন) তালাক দিয়ে আগের স্বামীর ঘর-সংসার করছে। তবে তিনি টাকা ও স্বর্ণালঙ্কার আনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার মেয়ের বিরুদ্ধে আমির হোসেন মিথ্যা কথা রটাচ্ছে।

এদিকে ইসলামী শরীয়ত মতে এভাবে একজন নারী এক সাথে দুই স্বামীর সংসার করতে পারে না। এটা জঘন্য পাপাচার। ওই নারী প্রথম স্বামীকে তালাক দেয়া ছাড়া দ্বিতীয় স্বামী গ্রহণ করার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই। আবার প্রথম স্বামীকে যদি তালাক দিয়েও থাকে, তাহলে পুনরায় তার কাছে ফিরে আসতে হলেও ইসলামের বিধি বিধান রয়েছে। যা এই নারী অনুসরণ করেনি। তাই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়