বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুর বিচার বিভাগের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে শুরু হয়েছে বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২। রোববার রাতে বিচারক ও স্টাফদের দুটি টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান। টুর্নামেন্টে ৭টি গ্রুপে ১৪ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিদিন সন্ধ্যার পর ব্যাডমিন্টন মাঠে এ খেলাগুলো অনুষ্ঠিত হবে।

জেলা জজ আদালতের ব্যাডমিন্টন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াছমিন, যুগ্ম জেলা জজ-১ শাহেদুল করিম, যুগ্ম জেলা জজ-২ অরুন চন্দ্র পাল, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন ও জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে- ‘এ’ গ্রুপে জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান বনাম সহকারী জজ পারভেজ, ‘বি’ গ্রুপে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল ইসলাম বনাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময়, ‘সি’ গ্রুপে যুগ্ম জেলা জজ-১ শাহেদুল করিম বনাম সহকারী জজ ইব্রাহীম, ‘ডি’ গ্রুপে যুগ্ম জেলা জজ-২ অরুন চন্দ্র পাল বনাম সহকারী জজ বিল্লাল, ‘ই’ গ্রুপে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান বনাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল পারভেজ, ‘এফ’ গ্রুপে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ বনাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন এবং ‘জি’ গ্রপে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ বনাম লিগ্যাল এইড অফিসার সাকিব।

অপরদিকে স্টাফদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুটি গ্রুপে অংশ নেয় ১০ জুটি। এরা হলেন- স্বপন বনাম নারায়ণ, মঞ্জু বনাম হান্নান, হাসান বনাম শাহাজাহান, মাহবুব বনাম সোহাগ, নাসির বনাম লিটন, আলমগীর বনাম রুবেল, সোহেল বনাম শাহীন, নাদিম বনাম সাইফুল, আফজাল বনাম সালেক ও ফখরুল বনাম ফারুক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়