বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০০:০০

কোর্ট নদীতে ড্রেজিং করতে অনুমতি দিয়েছে, বালু বিক্রি করতে নয়
মিজানুর রহমান ॥

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, আমাদের কাছে উচ্চ আদালতের তিনটি অর্ডার আছে। সেখানে নদী ড্রেজিং করে বালু অপসারণের কথা উল্লেখ রয়েছে। কিন্তু বালু বিক্রি করার কোনো নির্দেশনা নেই। অথচ ব্যক্তিপ্রতিষ্ঠান বালু উত্তোলন করে তা বিক্রি করছে। আমরা চাঁদপুরে নদী রক্ষার জন্যে মন্ত্রিপরিষদ সচিব, পানি উন্নয়ন বোর্ড, নদী কমিশন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ে অবগত করে পত্র প্রেরণ করবো।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় তাঁর সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার নদী রক্ষা কমিটির সভায় এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, বিআইডব্লিউটিএ চাঁদপুর-এর উপ-পরিচালক কায়সারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, নৌ পুলিশ পরিদর্শক আশরাফ উদ্দিন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন। এ সময় কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, উচ্চ আদালতের কাছে যারা ড্রেজিং করার জন্যে আবেদন করেছে তারা বলেছিলো জনস্বার্থে নদীর নাব্যতা সংকট রোধে ড্রেজিং করবে। কিন্তু ড্রেজিংয়ের পরে বালুগুলো নিয়ে কোনো নির্দেশনা চাওয়া হয়নি। উচ্চ আদালত শুধুমাত্র খনন করার অনুমতি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কোনো মনিটরিং করছে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়