বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বৃদ্ধা মাজেদা হত্যা মামলার প্রধান আসামী মোস্তাকিন সরকার র‌্যাবের হাতে ঢাকায় আটক

বৃদ্ধা মাজেদা হত্যা মামলার প্রধান আসামী মোস্তাকিন সরকার র‌্যাবের হাতে ঢাকায় আটক
প্রেস বিজ্ঞপ্তি ॥

মতলব উত্তর উপজেলার রামদাসপুর নিশান খোলা গ্রামের বাসিন্দা মাজেদা বেগম (৭৫) নাতনি ইনশানা বেগমের বিয়েতে বেড়াতে আসেন। গত ৯ ফেব্রুয়ারি ২০২২ আনুমানিক ১২টার সময় মাজেদা বেগম (৭৫)-এর মেয়ে নার্গিস বেগমের সাথে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ হয় আসামী মোস্তাকিন সরকার (৩৩)-এর। উক্ত বিরোধের জেরে মোস্তাকিন সরকারের হকিস্টিকের আঘাতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। এদের মধ্যে মাজেদা বেগম ও তার মেয়ে নার্গিস বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় মেয়ের পরিবার চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামীগণ পলাতক থাকে।

৭৫ বছরের বৃদ্ধা মাজেদা বেগমকে মারধরের ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা-এর নজরে আসলে বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে। ইতোমধ্যে ১২দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি ২০২২ চাঁদপুর জেনারেল হাসপাতালে মারা যান মাজেদা বেগম। পরবর্তীতে মাজেদা আক্তারের ছেলে মোস্তফা মোল্লা বাদী হয়ে মতলব উত্তর থানায় পৃথক হত্যা মামলা দায়ের করেন।

উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা গোয়েন্দা তৎপরতা শুরু করে। প্রযুক্তির সাহায্যে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারির সূত্র ধরে অবশেষে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোস্তাকিন সরকার (৩৩)-এর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরই প্রেক্ষিতে ২৭/০২/২০২২ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকার মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোস্তাকিন সরকার (৩৩), পিতা-রাজ্জাক সরকার, সাং-সরকার পাড়া, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে আটক করতে সক্ষম হয়।

এজাহার ও জিজ্ঞাসাবাদে জানা যায়, বসত বাড়ির সীমানা প্রাচীর নিয়ে এই হামলা ঘটে। ঘটনার দিন আসামী মোস্তাকিন সরকারের মায়ের সাথে মাজেদার বেগমের মেয়ে নার্গিস বেগমের বাড়ির সীমানা প্রাচীর নিয়ে কথা কাটাকাটি হয়। এতে আসামী মোস্তাকিন সরকার শুরু থেকেই মাজেদার বেগমের মেয়ে নার্গিস বেগমের উপর উত্তেজিত ছিলো। যার প্রেক্ষিতে আসামী মোস্তাকিন সরকার বৃদ্ধা মাজেদা বেগমের মেয়ে নার্গিস বেগমকে মারধর করতে থাকলে একপর্যায়ে মা হিসেবে মাজেদা বেগম (৭৫) মেয়েকে রক্ষা করতে পাশে গেলে মোস্তাকিন সরকার তার হাতে থাকা হকিস্টিক দিয়ে মা মাজেদা বেগমকে আঘাত করলে গুরুতর আহত হয়ে মা ও মেয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য তাকে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।

চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ মাহবুব আলম লাভলু জানান, মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেছেন, মাজেদা বেগম হত্যা মামলার প্রধান আসামী মোস্তাকিনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব এ আসামীকে মতলব উত্তর থানায় হস্তান্তর করেছে। তাকে মামলার আসামী দেখিয়ে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়