বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ডাঃ তানভীরের চিকিৎসা সেবা
কামরুজ্জামান টুটুল ॥

ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় হাজীগঞ্জে তিন শতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ তানভীর হায়দার চৌধুরী।

শনিবার দিনব্যাপী উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই চিকিৎসা সেবা দেয়া হয়। বিশেষ করে অর্থোপেডিক্স ও ট্রমা রোগীদের এই চিকিৎসা সেবা দেন ডাঃ তানভীর।

মহান শহীদ দিবস উপলক্ষে সকল ভাষা শহীদ এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ্ব তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দরিদ্র, অসহায় ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ তানভীর হায়দার চৌধুরী। তিনি প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস সমূহে এই সেবা দিয়ে থাকেন।

ক্যাম্প সূত্রে জানা গেছে, ডাঃ তানভীর হায়দার চৌধুরী হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একুশে হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্প পরিচালনা করেন। ক্যাম্পে হাড়জোড়া, হাড়ভাঙ্গা, জয়েন্ট পেইন, বাতব্যথা, বিকলাঙ্গ রোগ, জন্মগতভাবে হাত-পা বাঁকাসহ অর্থোপেডিক্স ও ট্রমা সংক্রান্তসহ সকল রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়।

এছাড়াও ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত রোগী টাকার অভাবে হাড়জোড়া ও হাড়ভাঙা রোগের চিকিৎসা করাতে পারেন না এবং যারা কবিরাজের কাছে গিয়ে অপ-চিকিৎসায় হাত-পা নষ্ট করেছেন, তাদেরকে স্বল্পমূল্যে ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ডাঃ তানভীর হায়দার চৌধুরী মরহুম তাফাজ্জল হায়দার নসু চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরীর সন্তান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়