প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের গাজী বাড়ির অগ্নিকা-ে নিঃস্ব ও অসহায় হয়ে যাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন শামীম খান।
জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের গাজী বাড়ির জয়নাল গাজীর বসতঘর থেকে গ্যাস সিলিন্ডারের আগুনে একই বাড়ির ৪টি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে হয়ে যায়। এই পরিবারগুলোর শুধুমাত্র পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিলো না। এমতাবস্থায় তাদের পাশে দাঁড়ানোর জন্যে কোনো সংগঠন বা ব্যক্তি ছিলো না।
ঘটনার পর চেয়ারম্যান নাছির উদ্দীন খান শামীম তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং পরিবারগুলোর খোঁজ খবর নেন। এর পরপরই তিনি ৪ পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ১ বস্তা করে ৪ বস্তা চাল, নগদ অর্থ, প্রতি পরিবারের সদস্যদের লুঙ্গি, শাড়ি, জামা, জুতাসহ বিভিন্ন জিনিসপত্র প্রদান করেন এবং বসত ঘর নির্মাণে প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্যে চেয়ারম্যান নাছির উদ্দীন শামীম খানের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।