প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন ১নং বালিথুবা ইউনিয়নের পরিদর্শক জোবায়ের হোসেন এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন একই ইউনিয়নের সহকারী পরিদর্শিকা পারভীন আক্তার।
এ নিয়ে টানা চতুর্থবার ১নং বালিথুবা (পঃ) ইউনিয়ন থেকে জোবায়ের হোসেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হলেন। এর আগে ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ ছিলেন একই ইউনিয়নের খাদিজা আক্তার এবং ২০১৯ সালে উপজেলার শ্রেষ্ঠ ছিলেন ফিরুন্নাহার আক্তার। সার্টিফিকেট প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তসলিম মিয়া এবং চাঁদপুর ডিস্ট্রিক্ট কনসালটেন্ট নাসির আহমেদ।