মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সরস্বতী পূজায় স্বপ্নপল্লী সংঘের ধর্মীয় বই বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী দাসপাড়ায় স্বপ্নপল্লী সংঘের উদ্যোগে সরস্বতী পূজায় সনাতনী শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি রোববার জ্ঞান, সংগীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতীর পূজার ২য় দিনের আয়োজনে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি নেপাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য লিটন চন্দ্র সাহার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতা রায়।

তিনি বলেন, আলোকিত মানুষ হতে এবং বাবা-মাকে সম্মান জানাতে হিন্দু ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষার্জনের গুরুত্ব অপরিসীম। তাদের ধর্মীয় শিক্ষার দুর্বলতা রোধে পরিবারের বয়স্কদের এগিয়ে আসতে হবে। আমি স্বপ্নপল্লী সংঘের ধর্মীয় বই বিতরণের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নপল্লী সংঘের সাধারণ সম্পাদক সুকুমার ধর, চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব চন্দ্র দাস, পূর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লিপিকা ভৌমিক, পূর্ব বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ দে, স্বপ্নপল্লী সংঘের সদস্য সমীর চন্দ্র দাস, প্রভাষ মজুমদার, সুমন দে, গৌতম চন্দ্র সাহা, সঞ্জীব চন্দ্র সাহা, রুপন ধর, তন্ময় ধরসহ অন্যরা।

এর আগে সরস্বতী পূজা উপলক্ষে শনিবার সকালে অঞ্জলি দেয়া ও দিনব্যাপী ম-পে আগত ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়