মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

লেখক ফোরামের রস-সন্ধ্যা
নূরুল ইসলাম ফরহাদ ॥

কবিরাও গাইতে জানে। তাইতো রস সন্ধ্যায় গানে গানে মাতিয়ে রাখলো পুরো অনুষ্ঠান। ফানুস উড়িয়ে শেষ করলেও হঠাৎ বৃষ্টিতে খিচুড়ি অনুষঙ্গও যোগ হলো।

ফরিদগঞ্জে লেখক ফোরামের সদস্যরা উদ্যাপন করলো রস সন্ধ্যা। ৪ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার ধানুয়ায় সন্ধ্যার অনুষ্ঠানকে কিছুটা ম্লান করে দিয়েছে হঠাৎ বৃষ্টি। সেটা পুষিয়ে দিলো সৌরভ, রাবেয়া, তানিয়া, মারিয়া ও মোস্তাফিজরা। গানে গানে মাতিয়ে রাখলো পুরো অনুষ্ঠানকে। এ অবস্থা দেখে আয়োজক বর্তমান কমিটির সহ-সভাপতি আশরাফুর রহমান শাওন নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তাৎক্ষণিক তিনি চাঁদপুর সদরে লোক পাঠিয়ে খিচুড়ির আয়োজন করলেন। গানের মাঝখানে খিচুড়ি বাড়তি মাত্রা যোগ করেছে। একদিকে গানের আড্ডা অন্যদিকে চলছে রসের পায়েস রান্না। পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক কাউছার হোসাইন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমৃত ফরহাদ, দন্ত্যন ইসলাম, প্রেসক্লাব মালয়েশিয়ার সদস্য সচিব ও নিউজ ২৪-এর মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন, সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, বর্তমান কমিটির সহ-সভাপতি ইয়াছিন দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাহেদ, সাংস্কৃতিক সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক তানজিল হৃদয় ও প্রচার সম্পাদক জাহিদ হোসেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুসরাত জাহান, বিউটি আক্তার, তানিয়া আক্তার, রাজু ভূঁইয়া প্রমুখ। রস ভোজনের পর ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়