মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল। ৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাক হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক জাফর প্রধানীয়া, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক পায়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, সুমন বেপারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, যুবদল নেতা মুন্না, ইউসুফ মিয়াজী, জুলহাস জুয়েল প্রমুখ। যুবদলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আরিফ।

সভায় বক্তারা বলেন, গতকাল রাতে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সমাবেশে ১০০ জনের বেশি উপস্থিত না করতে নিষেধ করা হয়েছে। অথচ গত ক’দিন চাঁদপুরকে যারা কলঙ্কিত করেছে, দুর্নীতিবাজদের রক্ষায় বিশাল বিশাল মিছিল সমাবেশ হয়েছে, তখন প্রশাসনের এসব নিয়ম-কানুন কোথায় ছিলো ? আমরা প্রশাসনের ভাইদের বলতে চাই, যারা আজকে দুর্নীতিবাজদের হয়ে কাজ করছেন তাদের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আকবরের খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়