প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
‘বাংলাদেশ আমার অহঙ্কার’ এ স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল ৩ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার কোতয়ালী থানার আলেকারচর মেডিকেল কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশী ভেজাল ঔষধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার মুরাদনগর থানার বিটি পাঁচপুকুরিয়া গ্রামের মৃত বজলু বেপারীর ছেলে মোঃ জমির হেসেন (৪০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশী ভেজাল ঔষধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ মজুদ করে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।