প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান আর বেঁচে নেই (ইন্নালিল্লাহে...... রাজিউন)। বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসায় মারা যান। গতকাল বৃহস্পতিবার উপজেলার আটোমোর গ্রামে মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়েসহ বহু গুণগাহী রেখে গেছেন।
এ সময় কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, মুক্তিযোদ্ধা, প্রশাসন কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।