প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে খালেক মৃধা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১০ জুলাই শনিবার দিবাগত রাতে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে তাকে ঢাকা রেফার করা হলে ঢাকা নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। খালেক মৃধার বাড়ি উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের শাহাবাজকান্দি গ্রামে। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শাহাবাজকান্দি গ্রামে খালেক মৃধা এক সপ্তাহ আগে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ১০ জুলাই শনিবার দিবাগত রাতে ঢাকা নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা টেস্ট ও স্বাস্থ্যবিধি মানাসহ লকডাউন কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে।