রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০০:০০

শীতকালীন ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে জাগরণ বন্ধু মহলের উদ্যোগে শীতকালীন ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মতলব উত্তর প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।

তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। মাদক আমাদের সমাজের একটি ব্যাধি। তাই এই ব্যাধি থেকে যুব সমাজকে মুক্ত করতে খেলাধুলায় উৎসাহ যোগাতে হবে। শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে, তাহলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। আর সমাজকে এবং নিজ সন্তান ও পরিবারকে মাদকমুক্ত রাখতে হলে নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

জাগরণ বন্ধু মহলের সভাপতি নাজমুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল মুফতির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, থানার উপ-পরিদর্শক প্রকাশ প্রণয় দে, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মহসিন মিয়া মানিক, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও ছেঙ্গারচর পৌরসভার কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান।

পরে দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়