রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০০:০০

৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আব্দুল হাদীকে রাজারগাঁও মাদ্রাসার সংবর্ধনা
হাজীগঞ্জ ব্যুরো ॥

৩য় বারের মতো হাজীগঞ্জের রাজারাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আব্দুল হাদী মিয়াকে সংবর্ধনা দিয়েছে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও কর্মচারীরা। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ সালেহ আহম্মদ, প্রভাষক নোমান হোসাইন, মোঃ আবু সুফিয়ান, হাফেজ মোঃ আব্দুর রহিম, সহকারী শিক্ষক মোঃ নূরুল ইসলাম ভূঁইয়া, মোঃ এমরান হোসেন, সহ-মৌলভী মোঃ আবু বকর, মোঃ বদিউজ্জামান, মোঃ শাহাদাত হোসেন, মোঃ আবুল বাসার ও মোঃ আনোয়ার হোসেনসহ শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ¦ আব্দুল হাদী মিয়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন। তার দায়িত্ব পালনকালে পূর্বের মতো ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়