প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০
শাহরাস্তিতে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। বিকেল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপ্রধানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল। সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন, উপজেলা বিজ্ঞান ক্লাবের সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মেলায় জুনিয়র গ্রুপে ১৫টি স্কুল ও সিনিয়র গ্রুপে ৫টি কলেজ বক্তৃতা এবং প্রকল্প উপস্থাপনে অংশ নেয়। প্রকল্প উপস্থাপনে সিনিয়র গ্রুপে সূচীপাড়া ডিগ্রি কলেজ ১ম স্থান, মেহের ডিগ্রি কলেজ ২য় স্থান ও চিতোষী ডিগ্রি কলেজ ৩য় স্থান লাভ করে। জুনিয়র গ্রুপে সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় ১ম, চিতোষী আর এম উচ্চ বিদ্যালয় ২য় ও গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ৩য় স্থান লাভ করে। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।