প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
বর্ণাঢ্য আয়োজনে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন বিকেলে র্যালিটি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কিউসি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
র্যালি ও সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। এ সময় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ দলীয় নেতৃবৃন্দ ছাত্রলীগের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির সভাপ্রধানে অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহা, নাজমুল আহসান নয়ন প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবায়েদুর রহমান খোকন বলির সঞ্চালনায় উপজেলা ও সকল ইউনিয়ন ছাত্রলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।