প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০০:০০
উৎসবমুখর পরিবেশে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে স্থাপিত শ্রী শ্রী চন্দ্রেশ^রী কালী মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি রোববার পূজা দর্শনে সন্ধ্যারাত থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে ভক্তরা মন্দির চত্বরে সমবেত হতে থাকেন। ঢাক-ঢোল, বাদ্য-বাজনা আর শঙ্খ-উলুধ্বনিতে পূজাস্থল মুখরিত হয়ে উঠে। মন্দির কমপ্লেক্সের পুরোহিত কেদারনাথ চক্রবর্তী কেদু কর্তাসহ সঙ্গীয় প-িতগণ পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যায় শ্রী শ্রী চন্দ্রেশ^রী কালীমন্দিরের ভক্তবৃন্দ চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় চাঁদপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালক পরেশ চন্দ্র মালাকার, গোপাল চন্দ্র সাহা, হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, ব্যবসায়ী মানিক চন্দ্র সাহাসহ চন্দ্রেশ^রী কালী মন্দিরের নেতৃবৃন্দ ও ভক্তগণ উপস্থিত ছিলেন।