প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
পুরাণবাজার ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রাক্তন সদস্য মোস্তাক হায়দার চৌধুরীর মৃত্যুতে পুরাণবাজার কলেজ পরিবারের পক্ষে অধ্যক্ষ রতন কুমার মজুমদার গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া কলেজের শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অধ্যক্ষ শোকবার্তায় বলেন, কলেজের প্রতি তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয়। তাঁর সেবামূলক কাজের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ঈশ^র যেন তাঁর পরিবারকে এ শোক বহন করার ক্ষমতা দান করেন।