শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেলের সাথে শাহীনসহ জেলা বিএনপির একাংশের মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলের সাথে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীনসহ জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১২টায় বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল।

এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন আর নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। স্বৈরাচারী, জুলুমবাজ সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মারতে চাচ্ছে। তার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন। খালেদা জিয়াকে বাঁচাতে ও ভোটের অধিকারসহ গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও শহর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী হুমায়ুন, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন চৌধুরী, সদর থানা বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, জেলা যুবদলের সহ-সভাপতি মনির মিজি, শাহানুর বেপারী শানু, শহর বিএনপি নেতা রেজাউল করিম মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ আলী, জেলা যুবদলের সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, জেলা সে¦চ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়াজী, জয়নাল গাজী, যুবনেতা সোহেল কাজী, রোকন উদ্দিন, বাদল বেপারী, মিন্টু তালুকদার, হুমায়ুন বেপারী, হানিফ বেপারী, রফিক হাওলাদার, জনু গাজী, রেদোয়ান খান, মনির খন্দকার, মনির তালুকদার, মজিব পাটওয়ারী, মোঃ হোসেন মইসা, যুবদল নেতা ওসমান গনি জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান খান, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহআলম চোকদার, শ্রমিক নেতা মাইনুদ্দিন চোকদার, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর চোকদারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়