মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০

চাঁদপুর সদরে সিআইপি বেড়িবাঁধের জায়গা দখল

দখলকৃত জায়গা পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী ॥ মামলা দায়ের

চাঁদপুর সদরে সিআইপি বেড়িবাঁধের জায়গা দখল
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার ঘাসিপুর মৌজায় সিআইপি বেড়িবাঁধের জায়গা দখল করা হয়েছে। এ নিয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি উত্তম কুমার সরকার বাদী হয়ে দখলদারদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা করার পরেও দখলদারদের দখল বন্ধ না হওয়ায় গতকাল ৪ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল, উপণ্ডবিভাগীয় প্রকৌশলী মোঃ নকিব আল হাসান, উপণ্ডসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লালসহ দখলকৃত জায়গা পরিদর্শনে যান।

সরেজমিনে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করা হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ধ্বংস ও উচ্ছেদ করা হবে।

এ সময় বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল দখলকৃত জায়গাসহ চরবাগাদী পাম্প হাউজ সংলগ্নসহ খালি জায়গায় একটি শিশুপার্ক নির্মাণ করার প্রস্তাবনা দেন। তিনি বলেন, এ জায়গায় শিশুপার্ক করা হলে শিক্ষার্থী ও সকল বয়সী মানুষ নিরাপদে আনন্দ উপভোগ করাসহ আসাণ্ডযাওয়া করতে সুবিধা হবে। শিশুপার্ক নির্মাণে সার্বিক সহযোগিতা করারও আশ্বাস দেন। উপস্থিত সকলে এ প্রস্তাবনাকে সম্মতি দেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ানও শিশুপার্ক নির্মাণ করার জন্যে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। আর দখলদারদের উচ্ছেদ করার জন্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়