প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০০:০০
হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের জয়নাল মিজির বাড়ির সামনের বেড়িবাঁধের রাস্তায় অতিরিক্ত গতির কারণে একটি অটোবাইক উল্টে গিয়ে পুকুরে পড়ে যায়। এতে ৩জন আহত হয়েছে। রাস্তার উপর থেকে প্রায় ১৫ ফুট নিচে অটোবাইকটি উল্টে গিয়ে পুকুরে পড়ে।
৯ জানুয়ারি রোববার আনুমানিক দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। অটোবাইক চালক অপু সর্দার (২২), তার আপন ছোট ভাই দীপু সর্দার (১৪) এবং তাদের সাথে থাকা কাউছার (১৫) মারাত্মকভাবে আহত হন। তবে অটোবাইক চালক অপু সর্দার ও কাউছারের অবস্থা গুরুতর। এলাকার স্থানীয় লোকজন দুর্ঘটনার স্থান থেকে তিনজনকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায়।
দুর্ঘটনাস্থলে উপস্থিত লোকজন বলেন, সম্পূর্ণ রাস্তা ফাঁকা ছিলো। অটোবাইক চালকের অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া অনেকের মুখে শোনা গেছে এ স্থানে অতীতেও অনেক দুর্ঘটনা ঘটেছে।