প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০০:০০
আগামী ৫ জানুয়ারি কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। গতকাল শনিবার সকালে ৫ম ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে সর্বমোট ৭শ’ ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৯ ডিসেম্বর, আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর ও নিস্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর নড়েচড়ে বসেছে কচুয়া উপজেলার ইউপি চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা। এরই মধ্যে প্রার্থীদের দৌড়-ঝাপ শুরু হয়ে গেছে। কেন্দ্রে লবিং করছেন নৌকা প্রতীকের জন্যে। কেউ কেউ ভোটারদের আস্থা কুড়াতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
ইতিমধ্যে তৃণমূল থেকে প্রার্থিতা বাছাই শেষে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কেন্দ্র ও জেলা আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক গত ১২ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নে তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে বর্ধিত সভা সম্পন্ন করে প্রস্তাবিত প্রার্থীদের নামের তালিকা প্রেরণ করেছে উপজেলা আওয়ামী লীগ। এতে ১২টি ইউনিয়নে সর্বমোট ১শ’ ১১জন প্রার্থী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশা করে নাম প্রস্তাব করেন। তাদের মধ্যে সাচার ইউনিয়নে ৭ জন, পাথৈর ইউনিয়নে ৯জন, বিতারা ইউনিয়নে ১১ জন, পালাখাল মডেল ইউনিয়নে ৫ জন, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে ৯ জন, উত্তর কচুয়া ইউনিয়নে ১৩জন, সদর দক্ষিণ ইউনিয়নে ৮জন, কাদলা ইউনিয়নে ১১ জন, কড়ইয়া ইউনিয়নে ১৪জন, গোহট উত্তর ইউনিয়নে ৮জন, গোহট দক্ষিণ ইউনিয়নে ১১জন ও আশ্রাফপুর ইউনিয়নে ৫ জন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দলীয় সিদ্ধান্ত ও গঠণতন্ত্র মোতাবেক সকলের সহযোগিতায় আমরা ১২টি ইউনিয়নে বর্ধিত সভা সম্পন্ন করেছি। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে যাকে নৌকার মাঝি মনোনীত করবেন আমরা তাদের পক্ষে নৌকা বিজয়ের লক্ষ্যে কাজ করবো।