প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, মতলবের কৃতী সন্তান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রমকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার প্রেসিডিয়াম সদস্য মায়া চৌধুরীর সাথে তাঁর ঢাকার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী (দুলাল), যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন্দসহ অন্য নেতৃবৃন্দ।