প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
গতকাল ২৩ নভেম্বর মঙ্গলবার চাঁদপুরে ১৪৯ জনের করোনার নমুনা পরীক্ষার করা হয়। এতে দুইজনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত দুইজন হাজীগঞ্জ উপজেলার। সংক্রমণের হার হচ্ছে ১.৩৬ শতাংশ।
এদিকে নতুন শনাক্ত হওয়া দুইজনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫০৩৭ জন। এর মধ্যে মারা গেছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪৭৫২ জন, চিকিৎসাধীন আছেন ৪৬ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে এ সব তথ্য।