প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
২৩ নভেম্বর মঙ্গলবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থিতা ঘোষণা করা হয়। ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদে হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাউদ্দিন টিটু হাওলাদার এবং ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদে শাহাদাৎ হোসেন সরকার পেয়েছেন এই মনোনয়ন।
আগামী ২৬ ডিসেম্বর হাইমচর উপজেলার এ দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।