প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ পৌর এলাকায় অটোবাইকের লাইসেন্স ফি পুনঃনির্ধারণ করলো পৌর কর্তৃপক্ষ। গতকাল সোমবার পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারীর নামে পৌর এলাকায় এ নিয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করা হয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, অটোবাইকের লাইসেন্স ফি নিয়ে গত ২০ নভেম্বর ও ২১ নভেম্বর দুই দফা বৈঠকের পর মালিক ও শ্রমিকদের আর্থিক ও মানবিক দিক বিবেচনা করে পূর্বের নির্ধারণকৃত আয়কর ও ভ্যাটসহ ১৪ হাজার ৫শ’ টাকার পরিবর্তে আয়কর ও ভ্যাটসহ ৯ হাজার ৮শ’ টাকা ধার্য করা হয়েছে। ফলে পুনঃনির্ধারণকৃত লাইসেন্স ফি জমা দিয়ে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে লাইসেন্স নবায়ন করার জন্য অটোবাইকের সকল মালিককে অনুরোধ করা হয়েছে। যারা ইতিপূর্বে আগের পরিমাণে অর্থ দিয়ে লাইসেন্স করেছেন তাদের আগামী অর্থ বছরে তা সমন্বয় করে দেয়া হবে।
এ ব্যাপারে পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, গত নগর পরিকল্পনা বিষয়ক উন্নয়ন কমিটির সভায় আলোচনায় অটোবাইকের বিষয়টি উঠে আসায় এবং শ্রমিক ও মালিকদের মানবিক বিষয়ে গুরুত্ব দিয়ে এই লাইসেন্স ফি কমানো হয়েছে। লাইসেন্স করার পর পৌর এলাকায় কোনো অবৈধ অটোবাইককে প্রবেশ করতে দেয়া হবে না।