প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০
মৈশাদী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে আওয়ামী লীগের যৌথ সভা
মৈশাদীর উন্নয়নে শেখ হাসিনা নূরুল ইসলামকে নৌকা প্রতীক দিয়েছেন : আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ
১১ নভেম্বর দেশব্যাপী ২য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই ধাপে অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ১ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টায় ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমীতে ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সকল ভোটারকে নৌকা প্রতীকে ভোট দিতে অনুরোধ করেন। তিনি বলেন, মৈশাদী ইউনিয়নে উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনা, নুরুল ইসলাম নৌকা প্রতীক দিয়েছেন। আপনাদের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে নুরুল ইসলাম পাটওয়ারীকে জয়যুক্ত করেন। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় নেতা-কর্মীর দয়িত্ব নৌকার প্রার্থীকে বিজয়ী করা। আপনাদের ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে নূরুল ইসলাম পাটওয়ারীকে চেয়ারম্যান নির্বাচিত করলে আপনাদেরই বেশি লাভ। কারণ ব্যক্তিজীবনে নূরুল ইসলাম একজন ভালো মানুষ। বিগত দিনে তার কোনো কর্মকা-ে দল কখনো প্রশ্নবিদ্ধ হয়নি এবং আমাদের কখনো সমাজের কাছে ছোট হতে হয়নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ইউনিয়নে একজন যোগ্য ব্যক্তির হাতে নৌকা দিয়েছেন। তাই আপনারা দলমত নির্বিশেষে সবাই নৌকা মার্কায় ভোট দিবেন।
|আরো খবর
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আঃ সামাদ আজাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মোঃ মনির গাজী প্রমুখ।
মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিজির পরিচালনায় যৌথসভায় স্বাগত বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সেলিম খান, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বোরহান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির উদ্দিন বিদ্যুৎ, সদস্য মোফাজ্জল হোসেন বেপারী, কবির খান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সালেহ্ আঞ্জুম তমাল পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজাদ খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মৃধা প্রমুখ।