প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০
আজ কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডে উপ-নির্বাচন
আজ ২ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন। নির্বাচনে সোহেল তাজ (উটপাখি), আঃ কাদের (ডালিম) এবং মোখলেছুর রহমান (পাঞ্জাবী) প্রতীকে প্রতিদ্বন্দি¦তা করছেন।
|আরো খবর
নির্বাচনকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে আনন্দ বিরাজ করতে দেখা গেছে। এই আমেজ ছড়িয়ে পড়েছে আশপাশের ওয়ার্ডগুলোতেও। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবু বক্কর সিদ্দিক। তিনি আরো জানান, কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডে ২১শ’ ৭৪জন ভোটারের মধ্যে ১১শ’ ১৭জন পুরুষ ভোটার ও ১ হাজার ৫৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি মাত্র কেন্দ্রে ৪টি বুথে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নজরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচনের কয়েক মাস যেতে না যেতেই গত ১৯মে ঈদুল আযহার পরদিন তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়ে যায়।