প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
মা ইলিশ রক্ষা অভিযানের ২১তম দিনে পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ৬২ লক্ষ টাকার জব্দ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে নদীতে অভিযান। আজ ২৫ অক্টোবর সোমবার মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে বাইশ দিবসব্যাপী জাতীয় সম্পদ ইলিশ রক্ষার এ অভিযান। অভিযানের ধারাবাহিকতায় ২৪ অক্টোবর রোববার পদ্মা মেঘনায় ১০টি অভিযান ও ৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চালিয়ে ২.১০০ দৈর্ঘ্য (লক্ষ মিটার) জাল আটক করা হয়। যার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকার অধিক।
জেলা মৎস্য অধিদপ্তর এদিন হাইমচর উপজেলায় ৫টি মামলা দায়ের করেছেন বলে জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়। এদিন চাঁদপুর সদরে ৩টি, হাইমচরে ২টি, হাজীগঞ্জে ১টি, ফরিদগঞ্জে ২টি, কচুয়ায় ১টি, শাহরাস্তিতে ১টিসহ মোট ১০টি অভিযান পরিচালিত হয়। এছাড়া এদিন চাঁদপুর সদর উপজেলায় ৩টি, হাইমচর উপজেলায় ১টি, মতলব উত্তরে ২টি, মতলব দক্ষিণ উপজেলায় ২টিসহ মোট ৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালীন এ সকল স্থান থেকে ০.১০৩০০ মেঃ টন ইলিশ আটক করা হয়।