শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০০:০০

‘শেখ রাসেল দিবস-২০২১’-এ চাঁদপুর সরকারি মহিলা কলেজে কর্মসূচি পালন

শিশু রাসেল বেঁচে থাকলে এক অনন্য গুণাবলির ব্যক্তিত্ব হতেন : অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান

শিশু রাসেল বেঁচে থাকলে এক অনন্য গুণাবলির ব্যক্তিত্ব হতেন  : অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান
প্রেস বিজ্ঞপ্তি ॥

১৮ অক্টোবর সোমবার ‘শেখ রাসেল দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুযায়ী চাঁদপুর সরকারি মহিলা কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ দিবস উপলক্ষ্যে অত্র কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ‘স্মরণ সভা ও দোয়া মাহফিল’-এর আয়োজন করা হয়। কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক ড. মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের প্রভাষক নূরুন্নাহারের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, আজ ১৮ই অক্টোবর। ১৯৬৪ সালের এই দিনে ধানম-ির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ করেন। শিশু রাসেল বেঁচে থাকলে ৫৭ বছরের মানুষটি হতেন এক অনন্য গুণাবলির ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা শুধু জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারের চিহ্নটুকু নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আর তাদের এই ঘৃণ্য অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এটি আজ প্রমাণিত। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু কিশোর, তরুণ, শুভবুদ্ধি বোধ সম্পন্ন মানুষের কাছে একটি ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশু কিশোরদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম থেকে শহর তথা বাংলাদেশের প্রতিটি লোকালয়ে ছড়িয়ে পড়–ক এবং সরকার শেখ রাসেলের ১১ বছরের জীবন গল্পের প্রতিটি মুহূর্ত আমাদের খুদে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবে এটাই জাতির প্রত্যশা। বঙ্গবন্ধুর স্বপ্ন দর্শন ও আদর্শ ধারণ করেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সফলতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়েছেন এবং গড়ে তুলেছেন সমৃদ্ধ বাংলাদেশ। ক্রমাগত বৃদ্ধি করেছেন মাথাপিছুু জাতীয় আয়, জীবনযাত্রার মান, শিক্ষার হার, খাদ্য ও সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, শিল্পায়ন, রপ্তানি বাণিজ্য, কর্মসংস্থান, পদ্মাসেতুসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন ও দেশের সার্বিক উন্নয়ন। ডেল্টা প্ল্যান ২১০০ এবং ভিশন-২০২১, এসডিজি-২০৩০ ও ভিশন-২০৪১-এর মাধ্যমে বাংলাদেশকে বানিয়েছেন উন্নয়নের রোল মডেল।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়